Is tea worth the slavery?

জাতিসংঘের মতে দেশে প্রায় ৩৬০,০০০ চা শ্রমিক আছে (নাম্বারটা ফ্যামিলি মেম্বার সহ ধরা, রিয়েল নাম্বার এর দুই তৃতীয়াংশ বলা যায়)। ১২০ টাকার জায়গায় ৩০০ টাকা বেতন দিলে এই জনগোষ্ঠীকে আড়াইশো মিলিওন ডলার এর কম দেওয়া লাগে বছরে। বছরে ৩৬৫ দিন কাজ এর হিসাব করলে, এরপর। পুরোটাই আনরিয়েলিস্টিক, তবুও বাড়ায়ে ধরলাম।


গতবছর আমরা ৯৬ মিলিওন কিলগ্রাম চা উৎপাদন করেছি। এই বছর ধরলাম ৬ মিলিওন কম হবে। নব্বই মিলিওন কিলোগ্রাম চায়ের দামের সাথে যদি এই ২৫০ মিলিওন ডলার ভাগ করে দেন, তবে কেজি প্রতি দাম বাড়বে ২.৬ ডলার কিংবা ৩০০ টাকার কাছাকাছি। আমরা যেই বড় প্যাকেট কিনি, সেইগুলাতে কিন্তু থাকে ৪০০ গ্রাম এর মতন। ওইটার স্ট্যান্ডার্ড রিটেইল প্রাইস ২০০-২১০ টাকা। বেড়ে হবে ২৬০ টাকা বা তাঁর কম। সবকিছু বাড়ায়ে ধরে এরপর।
এক কেজিতে প্রায় ৫০০ কাপ চা হয়। সেই হিসেবে টঙ্গের দোকানে কাপ প্রতি দাম বাড়বে পঞ্চাশ পয়শা বা তাঁর কম। রিয়েলিস্টীক ভ্যালু – ১ টাকা বাড়বে।


কেও একজন বলে বেড়াচ্ছে যে এই জাতি ১০ টাকা এক্সট্রা ট্যাক্স দিয়ে বিড়ি খাবে, কিন্তু এক টাকা বেশী দিয়ে চা খাবেনা। ও আসলে বাঙালি চেনে নাই। চা আমাদের রক্তে প্রবাহিত হয়। এক টাকা বেশী দিয়ে যদি সেই রক্তে স্লেভ লেবার এর রক্ত না মেশানো যায় – তবে দেশের সবাই এক বাক্কেই রাজি হতো।