স্বপ্নের গরুর মাংসের কম্বো নিয়ে সামহাউ একটা মার্কেট ইম্প্রেশন তৈরি হয়েছে যে দেশের সবাই ইনফ্লেশনের জাতায় এখন কোলকাতার লাইফ স্ট্যান্ডার্ডে “ফল-ব্যাক” করছে। এইটায় পারশিয়ালি এগ্রি করলেও – আমার মনে হয় এই একটা ইভেন্ট/স্ট্যাট একলাই তেমন কিছু রিপ্রেজেন্ট করেনা।

স্বপ্নের নিজের হিসেবে সেই গরুর মাংসের কম্বো প্যাকেট বিক্রি হয়েছে নয় দিনে ৭৫,০০০। দৈনিক সাড়ে আট হাজারের কম প্যাকেট, এরাউন্ড ১৭০০ কেজি। গরু প্রতি আড়াই মন ক্লিন মিট হিসাব করলে হয়তো ১৭টা কিংবা এরচেয়ে কম গরু প্রতিদিন। প্রথমে অনেক বড় এমাউন্ট শুনাইলেও – এইটা আসলে টোটাল মার্কেটে তেমন কোন ডিজ্রাপশন এর রিপ্রেজেন্টেশন না। গাবতলিতে র‍্যান্ডম একটা মঙ্গলবার রাত্রে এর দশগুণ গরু কয়েক ঘণ্টায় বিক্রি হয় এবং হচ্ছে। বড় বাজারে তিনজন কসাই এর থেকে বেশী এক শুক্রবারে বিক্রি করে।

এইটা একটা মার্কেটিং গিম্মিক – এর স্ট্যাস্টিকাল সিগ্নিফিক্যান্স এখনো রিচ করেনাই।