মাঝে মদ্ধেই দেখি মানুষজন পোস্ট দেয় যে ইউসুফ সরকার গত ৪ মাসে কিছু করতে পারেনাই কেন হ্যান ত্যান। পড়লেই বুঝতে পারি যে এরা কেও জীবনে কোন কর্পোরেট অরগানাইজেশনের রিস্ট্রাকচারিং দেখে নাই। ৪ মাসে কিছুই হয়নারে পাগলা। খালি ইন্ডিস্ক্রিমিনেট ফায়ারিং ছাড়া আর কিছুই তাড়াতাড়ি হয়না। As my daroan would say, “শাম্বাব লা”।