ভিউ ফ্রম মাই উইন্ডো নামের একটা গ্রুপ আছে। সেইখানে একজন পোস্ট করেছে যে উনি থাকেন কুইন্সল্যান্ডের হ্যামিল্টন দ্বীপে – সামনেই গ্রেট ব্যারিয়ার রিফ। বিউটিফুল ভিউ। সেইখানে লোকজন কমেন্ট করছে যে জানালা বন্ধ রাইখো – কাকাতুয়া এসে ঢুকবে। সেও এসে কমেন্ট করছে যে এই ভুল করেছিল – পাখি এসে চিনির প্যাকেট ছড়ায়ে একাকার করে ফেলসে।
এই জীবনে কতো সুন্দর সমস্যা থাকতে আমরা শালার চিন্তা করি যে ইজিবাইক যদি আজকে পিষে না ফেলে, আর যদি পেছন থেকে বাইক এসে বাম্পারের তেরোটা না বাজায়, তবে বনানি পার হইতে আজকে ২ ঘণ্টা লাগবে না ৩ ঘণ্টা?