এখন পর্যন্ত আমি একটাও নেগেটিভ পোস্ট দেখিনাই যে মুক্তাদির কাকে বিয়ে করলো কিংবা কেন করলো। তবে এখন পর্যন্ত প্রায় ১০-১২ জন দেখছি খুবই কন্সারন্ড যে এইটা নিয়ে তাঁদের আশেপাশের মানুষ অনেক কথা বলছে এবং তাঁরা তা মেনে নিতে পারছেন না।
ওয়ান ওয়ার্ড অফ এডভাইসঃ এই ধরনের মানুষকে লাইফ থেকে কেটে ফেলে নিজের বাবলে ঢুকে যান। লাইফ অনেক ভ্যালুয়েবল – কষ্ট করে সাথে সম্পর্ক রাখার মানেই নাই।