রিসেন্টলি ঘটে যাওয়া ফায়ার ইন্সিডেন্টগুলো (বঙ্গবাজার এবং নিউ মার্কেট এর আগুন) আমার মনে হয় আরসন না। আরসন জাস্ট মেইস এভ্রিথিং ওরস। আপনি হাল্কা পাতলা পলিটিক্স জানলেও কোনোদিন আরসন কে সলিউশন ভাববেন না। কারন এতে আপনার নিজের নাম আরও বেশী নষ্ট হবে। উল্টো এক বিল্ডিং লোক খেদায়ে একটা মার্কেট করতে ইন রিয়েলিটি আপনার হয়তো ৫০ জন হোমরা চোমরা লোক কে একটা করে ফ্রি দোকান দিলেই পুরো কাজ হয়ে যাবে। আমি এই কন্সপিরেসি থিওরি একদমই বিশ্বাস করিনা।
বড় ডিজাস্টার গুলোতে আমি পাবলিক ডোনেশন এর পক্ষে না। জনগন সব জায়গায় টাকা দিলে আর ট্যাক্স দেয় কেন? জনগনের ত্রান বিতরণ করা লাগলে আস্ত একটা ত্রাণ মন্ত্রণালয় কি করে? একটা আগুন লাগলেও যদি পাবলিকের টাকা দেওয়া লাগে – তাহলে আস্ত ফিন্যানশিয়াল ইন্ডাস্ট্রি কিংবা ইনসুরেন্স ইন্ডাস্ট্রি কি করবে? তাঁদের কাজ তাঁদের করতে দেন।