ছোট ছোট স্টার্টআপগুলোর কিংবা এসএমই প্রতিষ্ঠানগুলোর সিইও পদটা থাকার প্রয়োজন নাই। ওদের দরকার ফাউন্ডার। গাধার মতন খাটা দুইটা তিনটা মানুষ যারা ঘুম থেকে উঠে এই ব্যাবসা নিয়ে ভাবে, আর ঘুমনোর আগে ভাবে কালকে কি করা যায়। ওদের দরকার ম্যানেজার – সে মানুষ ম্যানেজ করুক, ডেভেলাপমেন্ট ম্যানেজ করুক, আর প্রডাকশন ম্যানেজ করুক – তাঁদের ম্যানেজার প্রয়োজন।
সিইও মারা গেলে কালকেই রিপ্লেইস করা যায়। একটা ডেভেলাপার মারা গেলে রিপ্লেস করতে ৬ মাস লাগে। সিইও তিনদিন না আসলে প্রডাকশন অফ হয়না। লাইন ম্যানেজার না থাকলে প্রডাকশন চাঙ্গে উঠে। অফিসের পিওন না থাকলে যেমন সবাই পানি নিজেই নিয়ে খেতে পারে, তেমনি ভাল কাজের মানুষ থাকলে সিইওর মিটিং আর প্রফিট এনালাইসিস রিপোর্ট ছাড়াই কাজ আগায়ে যাবে।
সিইও জিনিষটা একটা স্ট্যাটাস। স্টারটাপ একটা চ্যালেঞ্জ। আপনি কাঁদায় নেমে জুতা নষ্ট হবার ভয় করলে হবেনা।